মোঃ আনোয়ার হোসেন,(ফরিদপুর)নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুর জেলা প্রশাসক ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীকে জানানোর পরও অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা থামছে না। এমনই ঘটনা ঘটছে বোয়ালমারী উপজেলার তামারহাজী গ্রামে।

সম্প্রতি জাকারিয়া নামের এক ব্যক্তি তামারহাজী বিলের একটি পুকুর থেকে বালু উত্তোলন করে তামারহাজী গ্রামের এমদাদ মিনার পুকুর ভরাট করছে। প্রথম দিকে ইউএনও ওই ড্রেজারের পাইপ ভেঙে দেন। পরে চালালে উপজেলা সহকারী কমিশনার ভূমি এসে ৫০ হাজার টাকা জরিমানা করেন। গত দুইদিন ধরে (বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার) রাত দিন ২৪ ঘন্টা ধরে বালু উত্তোলন করছে। ডিসি ও ইউএনওকে জানানোর পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না তারা। বালুকাটা পক্ষ বলে বেড়াচ্ছেন এলাকায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বালু কাঁটার মৌখিক অনুমতি দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, গোরস্থানে যাওয়ার জন্য রাস্তার জন্য কিছু বালু কাটা হচ্ছে। অথচ সরজমিনে গিয়ে দেখা যায় পুকুর ভরাট করা হচ্ছে।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান মোল্যা বলেন, আমি ইউএনকে নির্দেশ দিয়েছি ড্রেজার বন্ধ করার জন্য। কেন বন্ধ করা হচ্ছে না দেখছি।

পোস্টটি শেয়ার করুনঃ