মোঃ আনোয়ার হোসেন,(ফরিদপুর)নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ফরিদপুর – ১ এর মুফতী শারাফাত হোসাইন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাট-বাজার, পথ-প্রান্তরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি প্রতিদিনই মানুষের দ্বারে দ্বারে তার দলের প্রতীক রিক্সা মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।
তিনি ফরিদপুর – ১ তথা বোয়ালমারী, মধুখালি ও আলফাডাঙ্গা অঞ্চলের একজন কৃতি সন্তান। এলাকার জনসাধারণের কাছ থেকে জানা যায়, ফরিদপুর-১ তথা বোয়ালমারী, মধুখালি ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ নির্মানে অবদান রেখেছেন। তিনি দেশ ও বিদেশেও এ ধরণের অবদান অব্যাহত রেখেছেন বলে জানা যায়। তিনি ফরিদপুরের বোয়ালমারী, মধুখালি ও আলফাডাঙ্গা অঞ্চলের মানুষের জন্য শত শত নলকূপ স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন বলে জানা যায়।
 ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অবদান রাখবেন বলে আমাদেরকে জানান।এলাকার ভোটারদের অনেকেই আমাদেরকে জানান, আগামী নির্বাচনে রিক্সা মার্কাকেই বেছে নিব এবং ভোট দিব।
গণসংযোগকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই দখলবাজ মূক্ত, চাঁদাবাজ মূক্ত ও অন্যায়-অত্যাচার মূক্ত একটা বাংলাদেশ। এলাকা, সমাজ ও দেশের জন্য আমাদের এ কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
পোস্টটি শেয়ার করুনঃ